ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইভটিজিং : চট্টগ্রামে যুবকের ১৫ দিন কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১০

চট্টগ্রাম : চট্টগ্রামে ইভটিজিংয়ের অপরাধে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দু’দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।
 
দণ্ডপ্রাপ্ত ওই যুবকের নাম মামুন মিয়া (২৫)।



শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহাবুবুর রহমান এ রায় ঘোষণা করেন।

ইভটিজিংয়ের অপরাধে চট্টগ্রামে এই প্রথম কাউকে কারাদণ্ড দেওয়া হল বলে জানিয়েছেন সিএমপির সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্ত্তী।

আদালত সূত্রে জানা গেছে, মামুন নগরীর বন্দর থানাধীন সিইপিজেড এলাকার জনৈক আজহার মোল্লার ছেলে। সিইপিজেডের এক পোশাক শ্রমিককে দীর্ঘদিন ধরে তিনি উত্যক্ত করে আসছিলেন।

শনিবার বন্দর থানায় ওই পোশাক শ্রমিকের দায়ের করা একটি অভিযোগের সূত্র ধরে তাকে বিকেলে পুলিশ গ্রেফতার করে।

এরপর আদালতে হাজির করা হলে বিচারক শুনানী শেষে মেট্রোপলিটন আইনে এ রায় ঘোষণা করেন।

বাংলাদেশ সময় : ২৩১৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad