ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গ্রিস থেকে ১০ বাংলাদেশির মরদেহ আসবে ২৬ থেকে ২৮ মার্চের মধ্যে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০১১

ঢাকা: গ্রিসে সাগরে ডুবে মারা যাওয়া ১০ বাংলাদেশির মরদেহ আগামী ২৬ থেকে ২৮ মার্চের মধ্যে আনা হবে। গ্রিসের বাংলাদেশ দূতাবাস এসব মৃতদেহ বিভিন্ন ফ্লাইটে দেশে পাঠাবে।



পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুক্রবার এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্রিট দ্বীপের হানিয়া জেনারেল হাসপাতালের হিমঘরে মরদেহগুলো রাখা হয়েছে।

দেশে আসার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর কর্মকর্তারা এসব মরদেহ গ্রহণ করবেন।

লাশ শনাক্তের পর বিএমইটি কর্তৃপক্ষ আত্মীয়-স্বজনদের কাছে বুঝিয়ে দিয়ে তাদের নিজ নিজ বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করবে বলেও পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়।

প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে এরইমধ্যে বিএমইটি থেকে সম্ভাব্য আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।  

উল্লেখ্য, দাইয়্যু কোম্পানিতে চাকরি করা প্রায় ১৩শ’ জন বাংলাদেশিকে লিবিয়া থেকে জাহাজ যোগে ক্রিট দ্বীপে নেওয়ার পথে ৪৮ জন পানিতে লাফিয়ে পড়েন। এদের মধ্যে ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় একজন এখনো নিখোঁজ রয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩৫৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।