ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ভাষাশহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘরের উদ্বোধন নিয়ে বিভ্রান্তি

তানিন মেহেদি, ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১০
ভাষাশহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘরের উদ্বোধন নিয়ে বিভ্রান্তি

ঢাকা: ভাষা আন্দোলনে শহীদ আবুল বরকতের স্মৃতি সংরক্ষণের জন্য নির্মিত জাদুঘর ও সংগ্রহশালাটি উদ্বোধন নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের দক্ষিণে ৩৩ শতাংশ জায়গার ওপর ভবনটির নির্মাণ কাজ শেষ হয়েছে গত বছর ফেব্রুয়ারি মাসে।



স্থানীয় সরকার মন্ত্রণালয় ও ঢাকা জেলা পরিষদের উদ্যোগে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রভাতী এন্টারপ্রাইজ ভবনটির নির্মাতা।

১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বিক্ষোভকালে পুলিশের গুলিতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান স্নাতকোত্তর শেষ বর্ষের ছাত্র আবুল বরকত।

তার স্মৃতি ধরে রাখতে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে একটি জাদুঘর ও সংগ্রহশালা নির্মাণের পরিকল্পনা করা হয়।

৬১ লাখ ১৫ হাজার টাকা ব্যয়ে ভবনটির নির্মাণ কাজ শুরু হয় ২০০৮ সালের ৮ অক্টোবর।

ভবনটি নির্মাণের পর প্রায় এক বছর শেষ হতে চললেও এখন পর্যন্ত এটি উদ্বোধন হয়নি। উল্টো ভবনের দায়িত্ব হস্তান্তর নিয়ে ছড়ানো হচ্ছে নানা বিভ্রান্তিমূলক কথা।

নির্মাতা প্রতিষ্ঠান প্রভাতী এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী আবুল কাসেম ভূঁইয়া এ বিষয়ে বাংলানিউজকে জানান, এক মাস আগে ভবনটির দায়িত্ব বিশ্ববিদ্যালয়কে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এ ব্যপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বাংলানিউজকে বলেন, ভবনটি স্থানীয় সরকার ও জেলা পরিষদের উদ্যোগে নির্মিত হলেও এখন পর্যন্ত তারা আমাদের কাছে ভবনটির দায়িত্ব হস্তান্তর করেনি।

অপর দিকে জেলা পরিষদের নির্বাহী পরিচালক ডেভিড পল খন্দকার বাংলানিউজকে বলেন, ভবনের দায়িত্ব নেওয়ার ব্যাপারে তাগিদ দিয়ে এক বছর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দিলেও এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, নভেম্বর ৬ ,২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।