ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

জাতীয়

অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে মাদারীপুরের কাব্য

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৮, জুলাই ২৩, ২০২৫
অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে মাদারীপুরের কাব্য কাজি মোর্শেদ কাব্য

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ভয়াবহ দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে মাদারীপুরের কাজি মোর্শেদ কাব্য। ১৩ বছর বয়সী এই স্কুলছাত্র বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

কাজি কাব্য রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র। তার বাড়ি মাদারীপুর জেলার ডাসার উপজেলার গোপালপুর গ্রামে। দশ বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কাব্যের বাবা কাজি রোমেল। একমাত্র সন্তানকে নিয়ে ঢাকায় বসবাস করছেন মা রোমেলা আহসান। কাব্যকে ভর্তি করান মাইলস্টোন স্কুলে।

দুর্ঘটনার দিন সোমবার (২১ জুলাই) শ্রেণিকক্ষে ক্লাস করছিল কাব্য। হঠাৎ স্কুল ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হলে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। আগুনে দগ্ধ হয় কাব্য। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিমান দুর্ঘটনার খবর পাওয়ার পর সন্তানকে না পেয়ে দিশেহারা হয়ে পড়েন কাব্যের মা রোমেলা আহসান। কোনো খোঁজ না মেলায় গ্রামের বাড়ি গোপালপুরে শোকের মাতম শুরু হয়। তবে অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যার দিকে তাকে আহত অবস্থায় বার্ন ইউনিটে পাওয়া গেলে পরিবারের মধ্যে স্বস্তি ফিরে আসে।

কাব্যের পরিবার জানায়, তার শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে। তবে সে এখন আশঙ্কামুক্ত এবং সুস্থভাবে সাড়া দিচ্ছে।

কাব্যর চাচা কাজী রাসেল বলেন, আমরা অনেক দুশ্চিন্তার পর কাব্যের সন্ধান পাই। ওর শরীরের প্রায় ২০ ভাগ পুড়ে গেছে। বর্তমানে ও ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। আল্লাহর রহমতে সে এখন অনেকটাই ভালো আছে।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে পাইলটসহ অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়ে চিকিৎসাধীন আছেন আরও ৭৮ জন।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।