ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যুদ্ধাপরাধীদের পাশে দাঁড়িয়েছে বিএনপি: প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, জুলাই ৩, ২০১০
যুদ্ধাপরাধীদের পাশে দাঁড়িয়েছে বিএনপি: প্রধানমন্ত্রী

ঢাকা: প্রধান বিরোধীদল বিএনপিকে বাংলাদেশে যুদ্ধাপরাধীদের পুনর্বাসক বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘এই দলটি যুদ্ধাপরাধীদের বিচার কোনোভাবেই মেনে নিতে পারছে না।

তাই এখন তারা ওদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। ’

গণভবনে শনিবার স্বেচ্ছাসেবক লীগের দুই দিনব্যাপী বর্ধিত সভা ও রাজনৈতিক কর্মশালায় শেখ হাসিনা একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হওয়ায় বিএনপি অস্থির হয়ে উঠেছে। তারা মুখে মুক্তিযুদ্ধের পক্ষে যতো কথাই বলুক না কেন, তাদের আসল চেহারা বেরিয়ে এসেছে। ’

আন্দোলনের নামে নিরীহ মানুষের লাশ ফেলে বিরোধীদল রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘দুর্নীতিবাজ, যুদ্ধাপরাধী ও সেনানিবাসের বাড়ি রাই তাদের আন্দোলনের মূল ল্য। ’

হরতাল ডেকে মানুষ পুড়িয়ে হত্যা করে বিরোধী দল ইস্যু তৈরির অপচেষ্টা চালাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থেকে সংসদে এসে জনগণের পে কথা বলতে প্রধানমন্ত্রী বিএনপি’র প্রতি আহ্বান জানান।

বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছেড়ে সরকারের দেওয়া গুলশানের বাড়িতে থাকারও পরামর্শ দেন তিনি।

শেখ হাসিনা আরও বলেন, ‘বিরোধীদল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনকে ইস্যু করতে চেয়েছিল। কিন্তু নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ায় তাদের উদ্দেশ্য সফল হয়নি। ’

স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মোল্লা আবু কাওছারের সভাপতিত্বে সংগঠনের বর্ধিত সভা ও রাজনৈতিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম ও সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ।

ঢাকা মহানগরসহ বিভিন্ন জেলার প্রতিনিধিরা এতে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, জুলাই ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।