ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

অতিরিক্ত পুলিশ সুপার আহসানের বরখাস্তের আদেশ প্রত্যাহার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫১, জুলাই ৭, ২০২৫
অতিরিক্ত পুলিশ সুপার আহসানের বরখাস্তের আদেশ প্রত্যাহার

চেক প্রতারণার মামলায় অভিযুক্ত মেহেরপুরের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসান খানের বরখাস্তের আদেশ প্রত্যাহার করেছে সরকার।  

সোমবার (০৭ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

এতে সই করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি৷ 

প্রজ্ঞাপনে বলা হয়, রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি বিচারাধীন ছিল৷ তবে রংপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে এ মামলা থেকে খালাস দেওয়ায় তার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে৷ 

মো. আহসান খানের সাময়িক বরখাস্তকালীন সময়ের কার্যক্রম গণ্য হবে। এ ছাড়া জনস্বার্থে জারি করা আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানায় জননিরাপত্তা বিভাগ।

জিসিজি /আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ