ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হাইওয়ে পুলিশ রাতে ঘুমায় দিনে চাঁদাবাজি করে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৪ ঘণ্টা, জুলাই ৩, ২০১০

ঢাকা: ‘হাইওয়ে পুলিশ গঠন করা হয়েছে ডাকাতি বন্ধের জন্য। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার জন্য।

তাদের মূল কাজ হলো সবার আগে রাতের নিরাপত্তা নিশ্চিত করা। অথচ হাইওয়ে পুলিশ রাতে ঘুমায় দিনে চাঁদাবাজি করে। ’

আজ শনিবার বাংলাদেশ রেলওয়ের সম্মেলন কক্ষে পরিবহন খাতের বিভিন্ন সমস্যা নিয়ে অনুষ্ঠিত বৈঠকে শ্রমিক নেতা আব্দুর রহিম দুদু এ অভিযোগ করেন।

যোগযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য যোগযোগমন্ত্রী তাৎক্ষণিকভাবে পুলিশের ডিআইজি (হাইওয়ে)কে নির্দেশ দেন।

বৈঠক শেষে নৌপরিবহনমন্ত্রী সাংবাদিকদের জানান, হাইওয়ে পুলিশের হয়রানি বন্ধ করতে পুলিশের ডিআইজি (হাইওয়ে)কে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময় : ১৭৩০ ঘণ্টা, জুলাই ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ