ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

দেশি ফল খেলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে: উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫০, জুন ১৯, ২০২৫
দেশি ফল খেলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে: উপদেষ্টা বৃহস্পতিবার সকালে কেআইবি চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘দেশি ফল খেলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।  আমরা বিদেশে প্রচুর পরিমাণে আম, কাঁঠাল ও পেয়ারা রপ্তানি করছি।

’   

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে রাজধানীর ফার্মগেট কেআইবি (কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ) চত্বর ও মিলনায়তনে জাতীয় ফলমেলা ২০২৫ উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।  

তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা চলবে আগামী ২১ জুন শনিবার পর্যন্ত।

মেলার উদ্বোধন করে কৃষি উপদেষ্টা বলেন, ৬৪ জেলায় এই মেলাটি হবে। উপজেলায়ও মেলাটি হবে। এর উদ্দেশ্য হল দেশীয় ফল সবার কাছে পরিচিত করা। অনেকেই দেশি ফল চেনেন না। তারা আঙুর, আপেলের মত বিদেশি ফল খান। আমাদের ফলের গুণগত মান ও স্বাদ বিদেশি ফলের থেকেও বেশি।

দেশবাসীকে দেশি ফল খাওয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, দেশি ফল খেলে বৈদেশিক মুদ্রা ও সাশ্রয় হবে। আমরা বিদেশে প্রচুর দেশি ফল পাঠাচ্ছি। যার মধ্যে রয়েছে আম, কাঁঠাল, পেয়ারা। চায়নায় আমাদের নতুনভাবে আম পাঠানো শুরু হয়েছে। রপ্তানি বাড়লে কৃষকরা উপকৃত হবেন।

এর আগে উপদেষ্টা মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন। সরকারি পর্যায়ে ২৬টি ও বেসরকারি পর্যায়ে ৪৯টি মিলিয়ে মোট ৭৫টি প্রতিষ্ঠান এ মেলায় অংশগ্রহণ করেছে।  

কৃষি মন্ত্রণালয় জানায়, রাজধানীসহ সারাদেশের ৬৪টি জেলার ৪৩১টি উপজেলায় এ ফল মেলা অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় ফল মেলায় এবারের প্রতিপাদ্য বিষয় হলো ‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই। ’

প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এ ফল মেলায় আগত দর্শনার্থীরা ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানতে ও রাসায়নিকমুক্ত বিভিন্ন জাতের ফল কিনতে পারছেন।  

এমএমআই/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।