bangla news

রাজধানীর বাবুবাজারে সিএনজির ধাক্কায় নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০-১১-০৫ ২:৩০:০৯ এএম

রাজধানীর কোতোয়ালি থানার বাবুবাজার এলাকায় শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সিএনজি অটোরিকশার চালককে আটক করেছে।

ঢাকা: রাজধানীর কোতোয়ালি থানার বাবুবাজার এলাকায় শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সিএনজি অটোরিকশার চালককে আটক করেছে।

নিহত অজ্ঞাত পুরুষের (৬৫) পড়নে ছিল সাদা পাঞ্জাবি ও চেক লুঙ্গি।

কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকাল পৌনে নয়টায় বাবুবাজার ব্রিজের উপরে রাস্তা পার হওয়ার সময় সিএনজি অটোরিকশা চাপা দিলে গুরুতর আহত হন তিনি।

স্থানীয় লোকজন সিএনজি অটোরিকশাটিকে আটক করে আশঙ্কাজনক অবস্থায় আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে এগারোটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ চালক মো. আইজউদ্দিনকে সিএনজি অটোরিকশাসহ (ঢাকা মেট্রো খ ১৪-০০৮১) আটক করে।

বাংলাদেশ সময় : ১২২৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১০

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2010-11-05 02:30:09