ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

বাগেরহাটে বাস চাপায় ভ্যানচালক নিহত: আহত ১

এম আকবর টুটুল, জেলা প্রতিনিধি। | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১০

বাগেরহাট: বাগেরহাটে বাস চাপায় আব্দুর রব (৩২) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন।

এ ঘটনায় ভ্যানযাত্রী দুধ ব্যবসায়ী আব্দুল লতিফ আহত হয়েছেন।



বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের কাটাখালী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক বাসটিকে এলাকাবাসীর সহায়তায় পুলিশ আটক করেছে।

প্রত্যদর্শীরা জানান, বাগেরহাট থেকে ছেড়ে আসা মংলাগামী একটি যাত্রীবাহী বাস বৃহস্পতিবার রাত ৯টায় (রাজশাহী-ব-১৭০৮) কাটাখালী মোড়ে যাত্রীবাহী ভ্যানটিকে চাপা দেয়। এ সময় ফকিরহাট উপজেলার বৈলতলী গ্রামের ইনতাজ হাওলাদারের ছেলে ভ্যানচালক আব্দুর রব (৩২) ও মাসকাটা গ্রামের দুধ ব্যবসায়ী আব্দুল লতিফ আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আব্দুর রব মারা যান।

আহত আব্দুল লতিফকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ফকিরহাট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) লিয়াকত হোসেন জানান, ‘এ ঘটনায় থানায় কোনো অভিযোগ না দেওয়ায় মামলা দায়ের করা সম্ভব হয়নি। ’

তবে জেলা প্রশাসক মো. আকরাম হোসেন বাংলানিউজকে জানান, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে ময়না তদন্ত না-করার জন্য আবেদন করা হয়েছিল। আমরা তাতে সম্মতি দিয়েছি। ’

বাংলাদেশ সময়:  ১১৪০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।