ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মক্কায় হজ করতে গিয়ে আরও এক বাংলাদেশির ইন্তেকাল

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১০

ঢাকা: পবিত্র হজব্রত পালন করতে গিয়ে সৌদিআরবে আরও এক বাংলাদেশি মারা গেছেন। গাজীপুর জেলার টঙ্গী থানার হোসনেয়ারা(৬০) ৪ঠা নভেম্বর বৃহস্পতিবার মক্কায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে....রাজেউন)।

 

জানা যায়, হোসনেয়ারার গ্রামের বাড়ি পুর্ব গাজিপুরায়। তার আইডি নং- ৫০৯২৩৪, পাসপোর্ট নং- ই-০৩৭৪০৫২।   তিনি ফারহিন এয়ার ইন্টারন্যাশনাল এজেন্সির মাধ্যমে গত ২৬ অক্টোবর হজ পালন করতে সৌদিআরব যান। এ নিয়ে এ পর্যন্ত ১৫জন বাংলাদেশি মারা গেলেন।

বাংলাদেশিরা গত ৮ অক্টোবর থেকে সৌদি আরব যাচ্ছেন।   বৃস্পতিবার পর্যন্ত ৭৪ হাজার ৬৩ জন বাংলাদেশি সৌদিআরবে গেছেন।   এদের মধ্যে মক্কায় অবস্থান করা ১০জন এবং মদিনায় ৫জন (১১জন পুরুষ ও ৪জন মহিলা) মারা যান।

বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ বুলেটিনের ২৯তম সংখ্যায় এ তথ্য প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় এ বছর প্রায় ৯৪ হাজার বাংলাদেশি হজ পালন করবেন বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৪০ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ