ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

বরিশালে ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

কাউসার হোসেন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১০

বরিশাল: মহানগরীর ২০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মো. জসিমউদ্দিনকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

দরপত্র জমা দিতে বাধা দেওয়া এবং ঠিকাদারকে মারধোর করার অভিযোগে করা দ্রুত বিচার আইন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।



নগরীর বৈদ্যপাড়া এলাকার বাসিন্দা জসিম উদ্দিনসহ মামলায় নামধারী আরও ৩ জনসহ মোট ৬ জনকে আসামি করে মামলাটি করেন স্থানীয় ঠিকাদার মো. ওবায়দুর রহমান সোহাগ।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে জানান, বুধবার  নগরীর ব্রজমোহন কলেজ এলাকায় মহিলা অধিদপ্তরে খাবার সরবরাহের দরপত্র জমা দিতে যান ঠিকাদার সোহাগ।

এ সময় সুমন, বাবু, মজিবর রহমানসহ অজ্ঞাতনামা আরও ২ জন আসামিকে সঙ্গে নিয়ে দরপত্র ছিনিয়ে নেন জসিম। তারা সোহাগকে মারধোর করে।

এ ঘটনায় সোহাগ পরে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন।

বাংলাদেশ সময়: ০০০৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।