ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তিন জামায়াত নেতাকে যুদ্ধাপরাধের আসামি করার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৬ ঘণ্টা, জুলাই ৩, ২০১০

ঢাকা: জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীকে যুদ্ধাপরাধের মামলায় আসামি করে শিগগিরই বিচার শুরু করার দাবি জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম।

শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স  ইউনিটির ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন সংস্থা আয়োজিত মুক্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।



‘৭২ এর সংবিধান পুনর্বহাল, যুদ্ধাপরাধীদের অতি দ্রুত বিচার, জামাত-শিবিরের রাজনীতি বন্ধ ঘোষণা, সদ্য গ্রেপ্তারকৃত নিজামী, মুজাহিদ ও সাইদীদের মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের বিচারের মাধ্যমে ফাঁসিসহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন সংস্থা এ মুক্ত আলোচনা সভার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম বলেন, ‘ যারা আওয়ামী লীগের ভেতর থেকে পুনরায় ১৫ আগস্ট এবং ওয়ান ইলেভেনের আশঙ্কা করে বক্তব্য দিচ্ছেন তারা পরোক্ষভাবে বিএনপি-জামায়াতকে সহযোগিতা করছেন। ’

বিরোধীদলকে সংসদে আসার আহবান জানিয়ে তিনি বলেন, ‘জনগণের কল্যাণের জন্য সংসদে এসে কথা বলুন। ’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন সংস্থার চেয়ারম্যান ইকবাল আলম কামাল।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘দেশ ও জনগণকে বাঁচাতেই ‘৭২-এর সংবিধানে ফিরে যেতে হবে। ’

বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট সামসুল হক টুকু বলেন, ‘অসাম্প্রদায়িক, সুখি-সমৃদ্ধ এবং দুর্নীতি-সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ’৭২-এর সংবিধান প্রণয়ন করেছিলেন। এ সংবিধান বাস্তবায়ন করা হলেই জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধ হবে। ’

যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিদের যেমন আইনি প্রক্রিয়ায় এনে রায় বাস্তবায়ন করা হয়েছে, তেমনি এ সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের বিচার কাজ সম্পূর্ণ করা হবে। ’

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার, সংস্কৃতি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সভাপতি আবদুল হক সবুজ প্রমুখ।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫১৫ ঘণ্টা, জুলাই ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।