ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নৌমন্ত্রীর বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৮ ঘণ্টা, জুলাই ৩, ২০১০
নৌমন্ত্রীর বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরে ছয়শ’ ওয়াচম্যান (জাহাজের প্রহরী) নিয়োগে নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেছে মেরিন কণ্ট্রাক্টর অ্যাসোসিয়েশন।

শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সংগঠনের সভাপতি আবদুল খালেক চৌধুরী।



তবে নৌপরিবহনমন্ত্রী এ অভিযোগ অস্বীকার করে বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘আমি কাউকে নিয়োগ দেই না। এসব নিয়োগ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এ বিষয়ে তারাই ভালো বলতে পারবেন। ’

বন্দর চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি এ ব্যাপারে কথা বলতে অপরাগতা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, আইন অনুযায়ী বন্দরে ওয়াচম্যান নিয়োগের দায়িত্ব মেরিন কণ্ট্রাক্টরদের। কিন্তু বন্দর কর্তৃপক্ষ এ নিয়মের তোয়াক্কা না করে নিয়োগ প্রক্রিয়া থেকে তাদের বাদ দিয়েছে। এ প্রক্রিয়ার পেছনে নৌপরিবহন মন্ত্রী ও তার আত্মীয়স্বজন, বন্দর চেয়ারম্যান, পরিচালক (মেরিন অ্যান্ড হারবার), পরিচালক (পরিবহন), পরিচালক (নিরাপত্তা), ডক মাস্টারসহ বন্দরের উর্দ্ধতন কর্মকর্তা এবং তাদের এজেন্ট হিসেবে কিছু শ্রমিক নেতা জড়িত।

মেরিন কণ্ট্রাক্টর অ্যাসোসিয়েশন সভাপতি বলেন, ‘চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের লাইসেন্সধারী ৫১জন মেরিন কণ্ট্রাক্টর রয়েছেন। এদের কাছ থেকে এরই মধ্যে বিনিয়োগ বন্ড হিসেবে ২৬ লাখ টাকা জামানত নেওয়া হলেও তাদের বাদ দিয়ে বন্দর কর্তৃপক্ষ নিজেরাই ওয়াচম্যান নিয়োগ দিয়েছে। ’

ওই ৬শ’ ওয়াচম্যান নিয়োগ বাতিলের দাবি জানান তিনি।

এ প্রসঙ্গে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বাংলানিউজটোয়োন্টেফোর.কম.বিডিকে বলেন, ‘ওই সংগঠন আমার বিরুদ্ধে অসত্য অভিযোগ এনেছে। চট্টগ্রামের আমার কোনো আত্মীয়স্বজন নেই। তাই দুর্নীতি কারার কোনো প্রশ্নই আসে না। সব নিয়োগ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এখানে আমার কোনো সম্পৃক্ততা নেই। ’

তবে মিথ্যা অভিযোগের কারণে ওই সংগঠনের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেবেন কিনা জানতে চাওয়া হলে নৌমন্ত্রী বলেন,‘তাদের বিরুদ্ধে আমি আর কী ব্যবস্থা নেবো!’।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫৫০ ঘণ্টা, জুলাই ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।