ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, জুলাই ৩, ২০১০

কুমিল্লা: কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং সাত জন আহত হয়েছেন।

প্রথম দুর্ঘটনাটি ঘটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদ নগরে।



দাউদকান্দি থানা পুলিশ সূত্র জানায়, শনিবার দুপুর ১টায় ঢাকা থেকে কুমিল্লার সাচারগামী একটি যাত্রীবাহী বাস শহীদ নগরে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক ড্রাইভার নিহত ও ৫ বাস যাত্রী আহত হন।

নিহত ড্রাইভারের নাম নাজমুল হক। আহতদের দাউদকান্দির গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অপর দুর্ঘটনাটি ঘটে বিকেল ৩টায় কুমিল্লা ক্যান্টনমেন্ট যাত্রী ছাউনির কাছে।

প্রত্যদর্শীরা জানান, কুমিল্লার শালবনে পিকনিক শেষে ছাত্রছাত্রী বহনকারী একটি বাস যাত্রী ছাউনিতে এসে থামে। বাস থেকে নেমে তিন ছাত্রী রাস্তা পার হয়ে দোকানে যাওয়ার পথে দ্রুতগামী ট্রাক (সিলেট-ঢ-১১-০৪২৩) তাদের ধাক্কা দেয়। এতে টুম্পা (১০) নামে এক ছাত্রীর মাথা সর্ম্পূণ থেতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হয় অপর দুজন। আশঙ্কাজনক অবস্থায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত টুম্পা গাজীপুরের কালিগঞ্জ উপজেলার রাবেয়া উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী।

আমতলী পুলিশ ফাঁড়ি জানায়, চালকসহ ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৮১৫ ঘণ্টা, জুলাই ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।