ঢাকা, বুধবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

জাতীয়

৬৩০ জুলাই শহীদ পরিবার পেল ১০ লাখ টাকার সঞ্চয়পত্র

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০১, মে ২৭, ২০২৫
৬৩০ জুলাই শহীদ পরিবার পেল ১০ লাখ টাকার সঞ্চয়পত্র ফাইল ছবি

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানে ৮৩৪ ‘শহীদ পরিবারের’ মধ্যে ৬৩০ জনের পরিবারকে ১০ লাখ টাকা করে মোট ৬৩ কোটি সঞ্চয়পত্রের ব্যাংক চেক দেওয়া হয়েছে। বাকিদের ওয়ারিশ নির্ধারণ সংক্রান্ত বিষয়টি নিষ্পত্তি হওয়ার পরে সঞ্চয়পত্র প্রদান করা হবে বলে জানিয়েছেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।  

এতে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।  

আহতদের বিষয়ে আবুল কালাম আজাদ মজুমদার জানান, জুলাই গণঅভ্যুত্থানে আহত ১৫ হাজার ৩৯৩ জন সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সহায়তা পেয়েছেন। যাদের মধ্যে ৩৩৮ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।  

বিদেশে চিকিৎসা নেওয়া আহতদের বিষয়ে তিনি জানান, স্বাস্থ্য সেবা বিভাগের মাধ্যমে ৪০ জন এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাধ্যমে ১১ জন জুলাই যোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং রাশিয়াতে নেওয়া হয়েছে। চিকিৎসার জন্য সরকারের ৬১ কোটি ২ লাখ টাকা ব্যয় হয়েছে। আরও ২৮জনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর, থাইল্যান্ড ও তুরস্কে নেওয়র কার্যক্রম চলমান আছে।  

উপ-প্রেস সচিব জানান, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীনদের যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড, চীন, মালয়েশিয়া, নেপাল থেকে ২৬জন বিশেষজ্ঞ চিকিৎসক এসে বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন। তাদের শুধুমাত্র যাতায়াত খরচ দেওয়া হয়েছে। এতে সরকারের ব্যয় ৩৫ লাখ ৮০ হাজার টাকা।  

আহতদের সহায়তা বিষয়ে আবুল কালাম আজাদ আরও জানান, এ ক্যাটাগরির আহত ৪৯৩ জনকে ২ লাখ টাকা করে ৯ কোটি ৮৬ লাখ টাকার চেক দেওয়া হয়েছে। বি-ক্যাটাগরির ৯০৮ জনকে এক লাখ টাকা করে ৯ কোটি ৮ লাখ টাকা, সি ক্যাটাগরির আহত ক্যাটাগরির ১০৬৪২জনকে ১ লাখ টাকা করে ১০৬ কোটি ৪২ লাখ টাকা চেক দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসা, নগদ সহায়তা, নিহতদের পরিবারকে অর্থ প্রদানসহ সরকারের মোট খরচ হয়েছে ২৮৫ কোটি ১৮ লাখ টাকা।  

এমইউএম/এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।