ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাবনায় ইভটিজিংয়ের অভিযোগে ৬ কিশোর গ্রেপ্তার

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১০

পাবনা : পাবনার অভিজাত বিপনী কেন্দ্র রবিউল মার্কেট থেকে ইভটিজিংয়ের অভিযোগে বৃহস্পতিবার দুপুরে ৬ কিশোরকে গ্রেপ্তার করেছে সাদা পোশাকধারী একদল পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- সদর উপজেলার রামানন্দপুর গ্রামের চাঁন্দু প্রামানিকের ছেলে উজ্জল হোসেন (১৮), একই উপজেলার চরতারাপুর ইউনিয়নের তায়জাল হোসেনের ছেলে নাছিম (২০), পৌর এলাকার আরিফপুর মহল্লার আব্দুল মতিনের ছেলে অমিত হাসান (১৮), চরকোষাখালী গ্রামের আজমত শেখের ছেলে রবিউল ইসলাম (১৬) এবং জেলার সাঁথিয়া উপজেলার খাঁন মোহাম্মদপুর গ্রামের সুকুমার চন্দ্রের ছেলে সঞ্জিত কুমার (১৬)।



পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মমতাজ আলী বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহরের রবিউল মার্কেট-এ কেনাকাটা করতে আসা মেয়েদের ওই সকল বখাটে কিশোররা উত্যক্ত করছিল। এ সময় মার্কেটের কতিপয় ব্যবসায়ীর তথ্যের ভিত্তিতে সাদা পোশাকধারী একদল পুলিশ তাদের গ্রেপ্তার করে।  

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসীন উজ জামান বাংলানিউজকে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।