ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৪৪ ব্যাটালিয়নের ৭ জওয়ানের দোষ স্বীকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১০

ঢাকা: বিডিআর বিদ্রোহের ঘটনায় জড়িত ৪৪ রাইফেলস ব্যাটালিয়ন ও সংযুক্ত অধিদপ্তরসমূহের অভিযুক্ত ৬৭৫ জওয়ানকে ‘জবাবদিহি’কালে ৭ জন তাদের দোষ স্বীকার করেছেন।

বৃহস্পতিবার অভিযুক্ত জওয়ানদের সবাইকেই ‘জবাদিহি’ করা হয়।

জবাবদিহিকালে আসামিরা দোষী নাকি নির্দোষ সে বিষয়ে তাদের কাছে জানতে চাওয়া হয়। এ সময় সিপাহী শেখ মনজুরুল ইসলাম, সিপাহী কাজী সালাহউদ্দিন, হাবিলদার রফিকুল ইসলাম, সিপাহী ওবায়দুল ইসলাম, সিপাহী রফিকুল ইসলাম, সিপাহী মোহাম্মদ ওয়াহেদ আলী ও সিপাহী মো. সাইফুল ইসলাম বিডিআর বিদ্রোহের ঘটনায় তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করেন।

এরপর দুপুর ১টা ২০ মিনিটে ২০১১ সালের ৬ ফেব্রুয়ারি পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়।

জবাবদিহির আগে রাইফেলস অর্ডার ১৯৭২-এর অনুচ্ছেদ ১০-এ(১) এর আওতায় ৬৭৫ জওয়ানের সবার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

পিলখানায় বিডিআর সদর দপ্তরের দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-১১-এ বৃহস্পতিবার সকাল  ১০টায় আদালতের কার্যক্রম শুরু হয়।

আদালত শুরুর পর ৭৫ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়। এর আগে ১ ও ৩ নভেম্বর যথাক্রমে ২০০ ও ৪০০ জন জওয়ানের বিরুদ্ধে আনীত অভিযোগ পড়ে শোনানো হয়। আদালতে অভিযোগ পড়ে শোনান মামলার প্রসিকিউটর লে. কর্নেল কাজী অনিরুদ্ধ।

বিশেষ আদালত-১১-এর বিচারক প্যানেলের সভাপতির দায়িত্ব পালন করছেন ময়মনসিংহের সেক্টর কমান্ডার কর্নেল ইফতেখার উদ্দিন আহমেদ। সভাপতির সহযোগী হিসেবে রয়েছেন লে. কর্নেল শাহাদৎ হোসেন, মেজর আলমগীর। এছাড়া অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদউল্লাহ ওরফে কিসলু।

বিডিআরের ৪৪ ব্যাটালিয়নের সুবেদার মো. ইসমাইল হোসেন এ মামলা দায়ের করেন। মামলাটি প্রথমে বিশেষ আদালত-৫-এর অধীনে থাকলেও পরে তা বিশেষ আদালত-১১-তে স্থানান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।