ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাবনায় ইভ টিজিংয়ের অভিযোগে ৬ বখাটে আটক

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১০

পাবনা: শহরের মহিলা কলেজ এলাকা থেকে বৃহস্পতিবার সকালে ৬ বখাটেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ জানায়, দেশের বিভিন্ন স্থানের মত পাবনাতে ইভ টিজিং রোধে ডিবি পুলিশের একটি দল শহরের দিলালপুরস্থ সরকারি মহিলা কলেজ এলাকায় অভিযান চালিয়ে ওই ৬ বখাটেকে গ্রেপ্তার করা হয়।



আটককৃতরা হলো- পাবনা সদর থানার রামানন্দপুর গ্রামের চান্দু প্রামাণিকের ছেলে উজ্জ্বল (১৮), সাথিয়া থানার খান মাহমুদপুর গ্রামের সুকুমার পালের ছেলে সঙ্গীত কুমার পাল (১৬), সদর থানার চরতারাপুর গ্রামের তায়জাল প্রামাণিকের ছেলে নাছিম (২০), আরিফপুরের নায়েব আলীর ছেলে নয়ন (১৮), একই গ্রামের আব্দুল মজিদের ছেলে অমিত হাসান(১৮), চরকোশাখালী গ্রামের আজমত শেখের ছেলে রবিউল ইসলাম (১৬)।

এই বখাটেরা দীর্ঘদিন ধরে এই এলাকায় মেয়েদের নানা ভাবে উত্ত্যক্ত করে আসছিল।

এ পর্যন্ত পাবনায় ১৮ বখাটেকে ইভ টিজিংয়ের অভিযোগে আটক করা হয়েছে।

পাবনার পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতব্বর বলেন, ‘উঠতি বয়সের কিশোরদের সঠিক পথে ফেরানোর জন্যই পুলিশের এই অভিযান। পরিবেশ ঠিক না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে। ’

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।