ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উত্তরায় নৈশ প্রহরীকে শ্বাসরোধে হত্যা ॥ ডাকাতির প্রমাণ পাওয়া গেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১০

ঢাকা: উত্তরা ৯ নম্বর সেকশনের একটি বাড়ি থেকে বৃহস্পতিবার এক নৈশ প্রহরীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।  

নিহত প্রহরীর নাম জাহাঙ্গীর আলম (৩১)।

তার বাড়ী চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানায়। বাবার নাম সুলতান আহমেদ।

এদিকে এ ঘটনার সঙ্গে ডাকাতির সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

ডাকাতির পর হত্যার বিষষটি নিশ্চিত করে উত্তরা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার রেজাউল হাসান বাংলানিউজকে জানান, লাশ উদ্ধারের পর বাড়ির মালিকের বক্তব্যের সূত্র ধরে তল্লাশী করে দোতলার একটি ফ্যাটে ডাকাতির প্রমাণ পায় পুলিশ।

পরে ভাড়াটিয়াদের সঙ্গে কথা বলে এক ভাড়াটিয়ার মালামালসহ নিরুদ্দেশ হওয়ার বিষয়টি ধরা পড়ে বলে জানান ওসি। এ ব্যাপারে বিস্তারিত জানাতে আরও সময় লাগবে বলে মন্তব্য করেন তিনি।

তবে বাড়ীর মালিক শত্রুতাবশত জাহাঙ্গীরকে হত্যা করে থাকতে পারে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।

এর আগে সকালে ওসি খন্দকার রেজাউল হাসান বাংলানিউজকে জানান, বুধবার রাত আনুমানিক দুইটার দিকে জাহাঙ্গীরকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে।

লাশ উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা উত্তরা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম বাংলানিউজকে জানান, সকাল সাড়ে সাতটার দিকে খবর পেয়ে পুলিশ ৯ নম্বর সেকশনের ৯ নম্বর রোডের ওই বাড়ির ৫ তলার ফ্যাট থেকে জাহাঙ্গীরের মৃতদেহ উদ্ধার করে। এ সময় মৃতদেহের হাত-পা রশি দিয়ে বাঁধা এবং নাক-মুখ জুড়ে লাগানো ছিল মোটা স্কচটেপ।

ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময় : ১৬৪৫ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।