ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রয়োজনে আবারো রিমান্ড জামায়াত নেতাদের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৮ ঘণ্টা, জুলাই ৩, ২০১০

ঢাকা : পুলিশের কাজে বাধাদান মামলায় তিন দিনের রিমান্ডে নেওয়া জামায়াত নেতাদের জন্য প্রয়োজনে আবারো রিমান্ডের আবেদন করা হবে। রিমান্ডে তাদের কোনো ধরনের অত্যাচার বা নির্যাতন করা হচ্ছে না।



আজ শনিবার দুপুর সাড়ে বারোটায় মহানগর গোয়েন্দা পুলিশের জনসংযোগ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপ-কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, ‘গত ১ জুলাই রিমান্ডে নেওয়ার পর জামায়াতের নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে  জিজ্ঞাসাবাদ করছেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান। তবে তিন নেতাকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ অসুবিধাজনক। তাছাড়া  নিজামী অসুস্থ হওয়ায় তাকে রিমান্ডে নেয়া হয়নি। ’

মনিরুল ইসলাম জানান, ‘জামায়াত একটি ক্যাডারভিত্তিক সংগঠন। নেতাদের নির্দেশ ছাড়া এ সংগঠনের কর্মীরা কোনো কিছু করে না। বিভিন্ন সময়ে আটক জামায়াতকর্মীদের জিজ্ঞাসাবাদেই এ তথ্য পাওয়া গেছে। ’

তিনি আরো জানান, ‘অভিযুক্তদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১ জুলাই তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। তদন্ত কর্মকর্তার প্রয়োজন হলে আবারো এ মামলায় রিমান্ডের আবেদন করা হবে। ’

আইনশৃঙ্খলা বাহিনীর অন্য কোনো সংস্থা জামায়াত নেতাদের জিজ্ঞাসাবাদ করছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এ মামলায় অন্য কেউ জিজ্ঞাসাবাদ করছে না। তবে প্রয়োজনে তদন্ত কর্মকর্তার অনুমতি নিয়ে জিজ্ঞাসাবাদ করা যাবে। ’

বিধি বিধান মেনেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘রিমান্ডে তিন জামায়াত নেতাকে কোনো ধরনের অত্যাচার-নির্যাতন করা হচ্ছে না। ’

জিজ্ঞাসাবাদে অন্য কোন বিষয় তদন্ত হচ্ছে কিনা জানতে চাইলে তিনি জানান, ‘এ মামলার সঙ্গে অন্য কোন মামলার সম্পর্ক নেই। ’

বাংলাদেশ সময় ১৪৩৫ ঘণ্টা, ৩ জুলাই ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad