ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দিনাজপুরে ভূয়া ডিবি পুলিশ গ্রেপ্তার

সানি সরকার, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১০

দিনাজপুর: দিনাজপুরে এক ভূয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় ভূয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী অপর এক প্রতারক পালিয়ে যেতে সম হয় বলে জানিয়েছে র‌্যাব।



আটক প্রতারকের নাম শফিকুল ইসলাম রুবেল (৩৩)। সে রংপুর জেলা সদরের হারাটি গ্রামের নাম জয়নাল আবেদীনের ছেলে বলে জানা গেছে।
 
র‌্যাব-৫ রংপুর ক্যাম্পের সহকারী পরিদর্শক (এসআই) আবুল হাসেম বাংলানিউজকে জানান, আজ বুধবার বিকেলে পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের খোলাহাটি বাজারের আহাদের মোটরসাইকেল গ্যারেজে গোয়েন্দা পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে ৫হাজার টাকা চাঁদা দাবি করে।

বিষয়টি গ্যারেজ মালিকের সন্দেহ হয়। তিনি তাদেরকে চ্যালেঞ্জ করতেই একজন দৌড়ে পালিয়ে যায়। তবে শফিকুল ইসলাম রুবেল নামে অপর প্রতারককে আটক করে এলাকাবাসী র‌্যাবকে খবর দেয়।

র‌্যাব শফিকুলকে আটক করে সন্ধ্যায় পার্বতীপুর থানায় সোপর্দ করে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন স্থানে ডিবি পুলিশের ভূয়া পরিচয়ে ব্যাপক চাঁদাবাজির কথা স্বীকার করেছে সে।   এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।