ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রধানমন্ত্রী ৬ নভেম্বর কুমিল্লায় বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করবেন

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১০

কুমিলা :প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ নভেম্বর কুমিলা জেলার তিতাস উপজেলা সফর করবেন। তিনি সেখানে জিয়ারকান্দিতে স্থাপিত ৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করবেন।



প্রধামন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসান।

এ উপলক্ষে জেলা প্রশাসকের সভাপতিত্বে বুধবার বেলা ২টার দিকে সার্কিট হাউসে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রীর সফরসূচি নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া জেলার পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিদ্যুৎকেন্দ্র উদ্বোধনের পর প্রধানমন্ত্রী সেখানে এক জনসভায় বক্তব্য রাখবেন।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে তিতাস উপজেলা প্রশাসনও প্রস্তুতি সভা করেছে। সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসান, পুলিশ সুপার মো. সফিকুল ইসলাম, এডিসি ড. আব্দুল মান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আ. আউয়াল সরকার, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সরকার প্রমুখ।

বাংলাদেশ সময় : ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।