ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভারতে যৌথ মহড়ায় অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১০

ঢাকা: ভারতে ১৬ দিনের এক যৌথ মহড়ায় অংশ নেবে ভারত ও বাংলাদেশের সেনাবাহিনী। এ মহড়া আগামীকাল বৃহস্পতিবার শুরু হয়ে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে।



মহড়ায় অংশ নিতে বুধবার বিকেলে লেফটেন্যান্ট কর্নেল মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে  বাংলাদেশ সেনাবাহিনীর ২৩ সদস্যের একটি দল কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়ে।

আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতীয় সেনাবাহিনীর বিশেষ বাহিনীর সঙ্গে অনুষ্ঠেয় যৌথ সামরিক মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডো ব্যাটালিয়ন এবং ভারতীয় সেনাবাহিনীর ২১ প্যারাস্যুট ব্রিগেডের সদস্যরা অংশ নেবে।

মহড়ার বিভিন্ন প্রশিক্ষণের মধ্যে প্যারাস্যুট জাম্প, ছোট দলের কার্যক্রম, প্রশিক্ষণে হেলিকপ্টারের ব্যবহারসহ বিভিন্ন বিষয় থাকবে।

প্রতিবেশী দু’ দেশের সেনাবাহিনীর মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক গড়ে তোলাই এ যৌথ মহড়ার মূল লক্ষ্য বলে আইএসপিআর জানায়।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১০ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।