ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পূর্বাচলে পৃথক প্লট বরাদ্দের আহবান আদিবাসী অধিকার সংরক্ষণ সমিতির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৮ ঘণ্টা, জুলাই ৩, ২০১০

ঢাকা: পূর্বাচল উপশহরে যৌথভাবে না দিয়ে তাদের জন্য পৃথকভাবে প্লট বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়েছে উপশহর আদিবাসী অধিকার সংরক্ষণ সমিতি।

শনিবার দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সমিতির নেতারা এ দাবি জানান।



সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুল হক খসরু। এ সময় উপস্থিত  ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রফেসর সুরুজউদ্দিন আহমেদ, সভাপতি অ্যাডভোকেট আজাহারুল ইসলাম, সহসভাপতি আশ্রাফুল ইসলাম ও যুগ্মসম্পাদক এম এ মোমেন।

লিখিত বক্তব্যে নেতরা বলেন, আমরা একদিকে জমির মূল্য থেকে বঞ্চিত হয়েছি, অন্যদিকে আগেই আবেদনকারীদের নামে বরাদ্দ দেওয়া প্লট আমাদের দেওয়া হচ্ছে। রাজউক আমাদের হয়রানি করছে।

নেতারা আরও বলেন, আমাদের সঙ্গে বিমাতাসুলভ এ আচরণ বন্ধ করে অবিলম্বে প্লট বরাদ্দ দিতে হবে। সরকার আমাদের আহবানে সাড়া না দিলে আমরা বড় ধরনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪২৫ ঘণ্টা, জুলাই ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ