কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় দুই পুলিশ সদস্যকে হাতুড়ি দিয়ে পিটিয়েছেন এক সন্দেহভাজন আসামি।
শুক্রবার (০২ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পালপাড়া বাজারের কাছে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে আমলাপাড়া এলাকা থেকে আশিক (২৫) নামে এক সন্দেজভাজন আসামিকে আটক করে মোটরসাইকেলে মিরপুর থানায় নিয়ে যাচ্ছিলেন উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম ও কনস্টেবল রুস্তম আলী।
থানায় পৌঁছানোর আগেই পালপাড়া বাজারের কাছে গেলে আশিক চিৎকার করে মোটরসাইকেল থামাতে বলেন। এ সময় চালক এসআই মনিরুল গাড়ি থামান। আর তখনই আশিক কোমর থেকে হাতুড়ি বের করে তার মাথায় আঘাত করেন। এতে এসআইয়ের মাথায় থাকা হেলমেটটি ভেঙে যায়।
এরপর মোটরসাইকেলের পেছনে বসা কনস্টেবল রুস্তম আলীর মাথায়ও হাতুড়ি দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরে ঘটনাস্থলে থানা পুলিশ উপস্থিত হয়ে কনস্টেবল রুস্তমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি মামলার সন্দেহভাজন এক আসামিকে আটক করে থানায় আনা হচ্ছিল। তখন ওই আসামি হামলা করেন। এতে এক কনস্টেবল সামান্য আহত হয়েছেন। আসামি পুলিশি হেফাজতে রয়েছেন।
আরএইচ