ঢাকা: রাজধানী কারওয়ান বাজারে সড়কে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন শাহ আলম (৬৫) নামে এক বৃদ্ধ। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে সন্ধ্যা সোয়া সাতটার দিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
শুক্রবার (২ মে) সন্ধ্যা ৬টার দিকে কারওয়ান বাজার স্টার বেকারির বিপরীত পাশের সড়ক থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করে পথচারীরা।
হাসপাতালে পথচারী মো. নাঈম ইসলাম বলেন, কারওয়ান বাজারে অফিস করে বাসায় ফেরার পথে রাস্তায় জটলা দেখে এগিয়ে যাই। সেখানে গিয়ে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় থাকতে দেখি। লোকজনের মুখে জানতে পারি কোনো এক যানবাহনের ধাক্কা দিয়ে চলে গেছে। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে মৃত ব্যক্তির ছেলে মো. আলাউদ্দিন জানান, তাদের বাড়ি গাজীপুর জেলার কালিয়াপুর উপজেলার গোয়ালপাথান এলাকায়। তার বাবা গ্রামের বাড়িতে থাকতো। দুদিন আগে তেজতুরি বাজার আমার বাসায় বেড়াতে আসে। আজ বিকেলে একাই বাসা থেকে বের হন। সন্ধ্যার দিকে জানতে পারি সড়ক দুর্ঘটনার কবলিত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন। পরে হাসপাতালে এসে বাবার মরদেহ দেখতে পাই।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কারওয়ান বাজার এলাকা থেকে পথচারীরা ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারা জানান, সড়ক দুর্ঘটনায় সড়কে পড়েছিলেন ওই বৃদ্ধ। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এজেডএস/জেএইচ