ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গ্রেপ্তারকৃত জামায়াত নেতাদের যুদ্ধাপরাধ মামলায়ও গ্রেপ্তার করা যাবে: আইনমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৭ ঘণ্টা, জুলাই ৩, ২০১০

ঢাকা: ট্রাইবুন্যাল চাইলে গ্রেপ্তারকৃত জামায়াত নেতাদের যুদ্ধাপরাধ মামলায়ও গ্রেপ্তার দেখানো যাবে বলে জানালেন আইন মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। শনিবার সকালে মহাখালী ব্র্যাক ইন সেন্টারে জাতীয় মহিলা আইনজীবী সমিতি আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।



মন্ত্রী বলেন, তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে মানবতার বিরুদ্ধে বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল চাইলে জামায়াতের গ্রেপ্তার হওয়া শীর্ষ নেতাদের যুদ্ধাপরাধের মামলায়ও গ্রেপ্তার দেখাতে পারবে।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, ৩ জুলাই, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad