ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

জামায়াত নেতা গোলাম পরওয়ার গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩২, নভেম্বর ১২, ২০১২
জামায়াত নেতা গোলাম পরওয়ার গ্রেফতার

ঢাকা: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল খুলনার সাবেক সাংসদ মিয়া গোলাম পরওয়ারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার গুলশানের একটি বাসায় সন্ধ্যা ৬টা থেকে পুলিশ তাকে নজরদারিতে ‍রাখে।

রাত সাড়ে ৮টায় গ্রেফতার করে তাকে ডিবি কার্যালয়ে আনা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্র জানায়, মহানগর গোয়েন্দা পুলিশের এডিসি শহিদুল্লার নেতৃত্বে একটি দল সন্ধ্যায় গুলশানের একটি বাসায় তাকে নজরদারিতে রাখে।

সন্ধ্যা ৮টায় গ্রেফতার করে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসে।

তাকে গত ৫ নভেম্বর মতিঝিলে পুলিশের সঙ্গে জামায়াতের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার দেখানো হয়েছে।

ডিবির এডিসি শহিদুল্লাহ বাংলানিউজকে জানান, মঙ্গলবার সকালে তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে রিমাণ্ডের আবেদন করা হবে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১২
জেএস/ এনএম/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর; এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।