ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

এলজিইডির উন্নয়ন কর্মীদের মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৭ ঘণ্টা, জুলাই ৩, ২০১০

ঢাকা : এলজিইডির উন্নয়ন প্রকল্পে কর্মরত জনবলকে রাজস্ব খাতের শূণ্যপদে নিয়োগ দানের দাবিতে আজ এক মানববন্ধন করা হয়েছে।

জাতীয় প্রেসক্লাবের সামনে শনিবার দুপুর সাড়ে ১২টায় এই মানববন্ধনের আয়োজন করেন এলজিইডির উন্নয়ন প্রকল্পে চুক্তিভিত্তিক কর্মরত কর্মচারীরা।



মানববন্ধনে বক্তারা মানবিক কারণে রাজস্ব খাতের শূণ্যপদে তাদের নিয়োগ দানের জন্য সরকারের প্রতি আবেদন জানান।

মানববন্ধনের উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্নয়ন প্রকল্প সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দীন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের সভাপতি মফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুলাই ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad