ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে গ্র্যান্ড কাওয়ালি নাইট

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৯, এপ্রিল ২৬, ২০২৫
আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে গ্র্যান্ড কাওয়ালি নাইট

ঢাকার ব্যস্ততা ও কোলাহল থেকে কিছুটা দূরে রাজধানীর নতুন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জনপদ ৩০০ ফুট সড়কে সবুজ প্রকৃতির মাঝে আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হচ্ছে এক অনন্য সাংস্কৃতিক আয়োজন ‘গ্র্যান্ড কাওয়ালি নাইট’। প্রতি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলে এ আয়োজন।

এ ছাড়া মে মাসের ১১ দিন ২, ৩, ৮, ৯, ১০, ১৫, ১৬, ১৭, ২২, ২৩ ও ২৪ তারিখ চলবে এই মুঘলীয় সুর ও স্বাদের অপূর্ব সন্ধ্যাখ্যাত গ্র্যান্ড কাওয়ালি নাইট।

আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, আয়োজনে ঐতিহ্যবাহী মুঘল শাহি রান্না ও কাওয়ালির সুরে বিমোহিত হবেন শ্রোতারা। ঐতিহ্য, সংগীত আর রাজকীয় আতিথেয়তার অপূর্ব সমন্বয় যে-কাউকে ফিরিয়ে নিয়ে যাবে বাংলার মুঘল যুগের গৌরবে।

এ বিশেষ আয়োজনে থাকছে প্রতিভাবান শিল্পীদের পরিবেশনায় সরাসরি কাওয়ালি সংগীত, মুঘল শাহি রেসিপিতে তৈরি ঐতিহ্যবাহী খাবার ও স্বাদে ভরপুর ডাইনিং অভিজ্ঞতা, বাংলার মুঘল ঐতিহ্য দ্বারা অনুপ্রাণিত থিমেটিক ডেকোরেশন, শান্ত, সবুজ ও নিরিবিলি, শহরের কোলাহল থেকে দূরে এক স্বপ্নিল সন্ধ্যা।

টেবিল রিজারভেশনের জন্য +৮৮০ ১৯৯১-১৯৭৭১৯ নম্বরে কল করতে বলা হয়েছে। এ ছাড়া ICCB Heritage Restaurant-এর অফিসিয়াল ফেসবুক পেজে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।