ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

উত্তরায় রেস্টুরেন্টে অভিযান, মাদকসহ গ্রেপ্তার ৪ 

স্টাফ করেসপন্ডেন্ট    | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১০, এপ্রিল ২৪, ২০২৫
উত্তরায় রেস্টুরেন্টে অভিযান, মাদকসহ গ্রেপ্তার ৪ 

ঢাকা: রাজধানীর উত্তরা পশ্চিম এলাকায় 'দ্য টাইগার এন্টারটেইনমেন্ট লিমিটেড' রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ারসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেপ্তাররা হলেন- কামাল হোসাইন (২৬) মো.আলাল শেখ ওরফে আল আমিন (৩১),  শুভ্র আন্তনী পীরিজ ওরফে শুভ্র (৩৪) ও     লিটু দেবনাথ (২৬)।

 

এ সময় বিয়ার ও মদ মিলিয়ে আনুমানিক মূল্য ৩ কোটি ৫৫ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া ৪ লাখ ৪৫ হাজার ৮২০ টাকা, তিনটি ল্যাপটপ ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৪এপ্রিল) র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (অপস্ অ্যান্ড মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত র‌্যাব-১ এর একটি দল ‘দ্য টাইগার এন্টারটেইনমেন্ট লিমিটেড’ রেস্টুরেন্টে অভিযান চালায়।  

এ সময় বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ জব্দ করা হয়। একই সঙ্গে রেস্টুরেন্টটি টাইগার বার নাম ব্যবহার করে পূর্ণাঙ্গবারের মতো লাইসেন্স ছাড়া দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে বলেও জানান তিনি।  

স্থানীয় সূত্রে জানা যায়, ওই বারে বিভিন্ন সময় অসামাজিক কার্যকলাপ হয়। তাদেরকে স্থানীয় জনগণ বিভিন্ন সময় বাধা দিলে তারা হামলার শিকার হন।

তিনি আরও জানান, অভিযোগ বিবেচনা করে র‍্যাব-১ এর একটি অনুসন্ধানী দল তদন্ত শুরু করে এবং বিভিন্ন অসঙ্গতির প্রমাণ পেয়ে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার আগে তাদের কাছে বার লাইসেন্স সংক্রান্ত দলিল চাওয়া হলে বারের ম্যানেজার, ক্যাশিয়ার এবং কর্মচারীরা আত্মগোপন করে। পরবর্তীতে তাদের বারের একটি গোপন কক্ষ থেকে আটক করা হয়।

তিনি বলেন, প্রতিষ্ঠানটিতে টাইগার বার নামে নিবন্ধিত কোনো দলিল পাওয়া যায়নি। রেস্টুরেন্টটি বেআইনিভাবে নামটি ব্যবহার করে দীর্ঘদিন ধরে বার ব্যবসা এবং অসামাজিক কার্জকলাপ পরিচালনা করছে বলে তথ্য পাওয়া যায়। পরবর্তীতে অভিযান চালিয়ে রেস্টুরেন্টের ২য় তলা, ৩য় তলা এবং ৪র্থ তলায় সর্বমোট ৪টি গোপন স্টোর পাওয়া যায় এবং স্টোরগুলো থেকে বিপুল পরিমাণ অননুমোদিত বিদেশি মদ এবং বিয়ার জব্দ করা হয়।

গত ৩১ মার্চ বিভিন্ন অসঙ্গতির জন্য মাদকদ্রব্য অধিদপ্তর কর্তৃক জরিমানা করা হয়েছিল বলেও জানান তিনি।  

উদ্ধার মাদকদ্রব্য ও গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
এমএমআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।