ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইভ টিজিং বন্ধে সামাজিক আন্দোলনের ডাক শিক্ষামন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, নভেম্বর ২, ২০১০

ঢাকা: শিক্ষা প্রতিষ্ঠানে কোন ইভটিজিং নয়। আমরা নিরাপত্তা চাই, শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদে আসতে চাই- বিদ্যালয় পড়–য়া ছেলে মেয়েদের এমন শ্লোগানই বলে দেয় অনুষ্ঠান টি বর্তমান সময়ের বড় ব্যাধি ইভটিজিং বিরোধী।



মঙ্গলবার রাজধানীর রায়ের বাজার উচ্চ বিশ্ববিদ্যালয় ও কলেজে আয়োজন করা হয় ইভটিজিং বিরোধী প্রচার কার্যক্রম। গত ৩০ অক্টোবর বখাটেদের উত্ত্যক্তকরণের প্রতিবাদ করতে গিয়ে লাঞ্ছিত হন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আবুল কাশেম খান। তার প্রতিবাদেই অনুষ্ঠানটির আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ইভ টিজিং একটি সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সমাজের সবাই কে এগিয়ে আসতে হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, উত্ত্যক্তকারীরা যত বড় শক্তিশালী হোক না কেন তাদের রক্ষা নেই। তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে আইনের হাতে তুলে দিন।

মেয়েদের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাতে ছেলেদেরকে পরামর্শও দেন তিনি।

বিশেষ অতিথির বক্ত্যবে সাংসদ ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেন, ইভ টিজারদের কোন ছাড় দেওয়া হবে না।

তিনি আইন শৃংখলা বাহিনীকে এব্যাপারে আরও সতর্ক হতে নির্দেশ দেন।

বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া আফরোজ ইভ টিজারদের হাত থেকে তাদের রক্ষায় সরকারকে আরও সচেষ্ট হতে অনুরোধ করেন। তিনি চান না, তার কোন বন্ধু ইভটিজিং এর শিকার হোক।
 
অনুষ্টানে বক্তব্য রাখেন শিক্ষাসচিব ড. কামাল আবদুল নাসের, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমান-উর-রশিদ, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. আবুল কাশেম খান।
 
বাংলাদেশ সময় : ১৭২১ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।