ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দাগনভূঞায় ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষে আহত ১২

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, জুলাই ৩, ২০১০

ফেনী: ফেনীর দাগনভূঞায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন।

গতকাল শুক্রবার রাত ১০টার দিকে দাগনভূঞা বাজারের ফাজিলের ঘাট রোডের হাসপাতাল মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।



পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকার ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রলীগ নেতা ইকবাল ও আসিফের মধ্যে রাজনৈতিক বিরোধের জের ধরে গত রাতে ২ গ্রুপের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে দাগভূঞা থানার সেকেন্ড অফিসার ফেরদৌসের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সংঘর্ষে আহত যাদের নাম জানা গেছে তারা হলেন নবী (২৬), মোশাররফ (২৩), মোরশেদ (১৮), আসিফ (২২)। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে দাগনভূঞা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নূরুল আবছার বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণেরর জন্য পুলিশের সহযোগিতা চেয়েছি’।

গত বৃহস্পতিবার দুপুরেও উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষে ১০ নেতাকর্মী আহত হন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১২০৫ ঘণ্টা, জুলাই ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।