ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিরাজগঞ্জে ডাকাতের গুলিতে নিহত ১, আহত ২

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, জুলাই ৩, ২০১০

সিরাজগঞ্জ: জেলার যমুনা নদীর চরে ডাকাতদের সঙ্গে সংঘর্ষে এক নৌযাত্রী নিহত ও দুজন আহত হয়েছেন।

শুক্রবার রাত ১টার দিকে বঙ্গবন্ধু সেতুর দক্ষিণে জেলার বেলকুচি উপজেলার ফুলবাড়িয়া চরে এ ডাকাতি সংঘটিত হয়।



ডাকাতদের গুলিতে ঘটনাস্থলেই মারা যান শেরপুর জেলার সদর থানার জঙ্গল নদী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো: রুবেল হোসেন (২৫)। আহত হন একই এলাকার লাল মিয়া (৩০) ও আব্দুর রশীদ (২৫)।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোখলেছুর রহমান জানান, শুক্রবার রাতে শেরপুর থেকে প্রায় ৯০ জন মুরিদ নৌকাযোগে সিরাজগঞ্জের এনায়েতপুরী পীরের মাজারে আসার পথে রাত ১টার দিকে ডাকাতের কবলে পড়েন।

যাত্রীরা নৌকার বৈঠা ও লগি দিয়ে ডাকাতদের প্রতিহত করার চেষ্টা করলে তারা পাল্টা গুলি ছুড়লে হতাহতের ঘটনা ঘটে। পরে যাত্রীদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়।

পরে পুলিশ এসে আহতদের উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং নিহতের লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এনায়েতপুর থানায় একটি ডাকাতি মামলা হয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১১.৪০ ঘণ্টা, জুলাই ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।