ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চট্টগ্রাম হকারদের একাংশের বিক্ষোভ, পত্রিকা বিলি বন্ধ

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৮ ঘণ্টা, জুলাই ৩, ২০১০

চট্টগ্রাম: সহকর্মীকে মারধরের অভিযোগে হকার বিক্ষোভের মুখে শনিবার সকালে চট্টগ্রাম মহানগরীতে জাতীয় পত্রিকা বিলি করেনি হকারদের একটি অংশ। তবে আঞ্চলিক পত্রিকাগুলো যথাযথভাবে বিলি হয়েছে।



শনিবার সকাল ৯টার দিকে ষোলশহর ২ নং গেট এলাকায় ৪/৫ শ’ হকারকে বিক্ষোভ করতে দেখা গেছ। এসময় তারা ঢাকা থেকে পরিবহনে আসা ৪/৫ হাজার জাতীয় পত্রিকা রাস্তায় ফেলে দেয়।   জানা গেছে অন্যান্য কয়েকটি এলাকায়ও রাস্তায় গাড়ি থামিয়ে পত্রিকা আটকে রাখে ক্ষুব্ধ হকাররা।

হকারদের সঙ্গে কথা বলে জানা গেছে, নান্টু নামে একজন হকারকে আজ সকালে মারধর করায় এর বিচার দাবিতে তাদের এই বিক্ষোভ।

সকালে বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে দেখা গেছে, কোথাও পত্রিকা গেছে, আবার কোথাও যায়নি। তবে চেরাগীর মোড়সহ নগরীর অন্যান্য এলাকায় ঢাকা থেকে আসা জাতীয় পত্রিকাগুলোর বিতরণ স্বাভাবিক ছিল।

চট্টগ্রামের সংবাদপত্র এজেন্ট তফসীর আহমেদ জানান, সমস্যা সমাধানে শনিবার সন্ধ্যায় বৈঠকে বসার কথা রয়েছে। কিন্তু হকাররা সকালেই বিক্ষোভ শুরু করে দেয়।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, জুলাই ৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।