ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

চার হাজার কোটি ব্যয়ে ‘মুজিববর্ষ’, হাসিনা-রেহানার বিরুদ্ধে অনুসন্ধান শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৭, এপ্রিল ৯, ২০২৫
চার হাজার কোটি ব্যয়ে ‘মুজিববর্ষ’, হাসিনা-রেহানার বিরুদ্ধে অনুসন্ধান শুরু শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা

ঢাকা: চার হাজার কোটি টাকা ব্যয় করে শেখ মুজিবের জন্মশত বার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপন ও শেখ মুজিবের ১০ হাজারের বেশি ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় ও ক্ষতিসাধন করার অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (০৯ এপ্রিল) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ অন্যান্যের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার হতে প্রায় চার হাজার কোটি টাকা ব্যয় করে শেখ মুজিবের জন্মশত বার্ষিকী ‘মুজিববর্ষ’ পালন ও শেখ মুজিবের ১০ হাজারের বেশি ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় ও ক্ষতিসাধনের অভিযোগ রয়েছে।  

তিনি আরও জানান, অভিযোগটি অনুসন্ধানের জন্য ইতোমধ্যে সাত সদস্য বিশিষ্ট অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করেছে কমিশন। কর্মকর্তাদের সংশ্লিষ্ট আইন, বিধি এবং বিভিন্ন সময়ে জারিকৃত সার্কুলার মোতাবেক অভিযোগটির অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন করে তা সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৫
এসএমএকে/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।