ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে ১৫ হাজার অবৈধ সিডি ও সিডি তৈরির মেশিনসহ গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, নভেম্বর ২, ২০১০

ঢাকা: বিপুল পরিমাণ অবৈধ কমপ্যাক্ট ডিস্ক (সিডি) ও সিডি তৈরির মেশিনসহ মো. সাইফুল ইসলাম (২৬) নামের একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের  গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার রাতে রাজধানীর নয়াপল্টন এলাকার ১০/ডি নম্বর বাসার অষ্টম তলা থেকে ওই সরঞ্জামসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।



এ ব্যাপারে মঙ্গলবার সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের অয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. সোলায়মান সাংবাদিকদের জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ওই বাসায় অভিযান চালায়।

এ সময় ১৫ হাজার অবৈধ সিডি, এ ধরনের অবৈধ সিডি তৈরির মেশিন ও অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়।

তিনি বলেন, ‘এ ধরনের অবৈধ সিডি প্রস্তুতকারীরা যে কোনো বাংলা চলচ্চিত্র মুক্তি পাওয়ার আগেই অবৈধভাবে কপি করে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। ’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল পুলিশকে জানান, তিনি গত তিন থেকে চার বছর যাবৎ এ ব্যবসা করে আসছেন।

তাছাড়া তিনি অবৈধ এ ব্যবসার সিন্ডিকেট সম্পর্কেও গোয়েন্দা পুলিশকে চাঞ্চল্যকর তথ্য দেন।

এ ব্যবসার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে বলেও গোয়েন্দা পুলিশ সূত্র জানায়।

বাংলাদেশ সময়: ১৩০৫, নভেম্বর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।