ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে চাঁদাবাজদের হামলায় আহত ২০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, নভেম্বর ২, ২০১০

সাভার: সাভারে চাঁদাবাজদের হামলায় মঙ্গলবার সকালে পাঁচ ব্যবসায়ীসহ কমপে ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।



সাভারের ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, সম্প্রতি কুখ্যাত গাংচিল বাহিনীর সদস্যরা ওই এলাকার তুরাগ বিক্স নামের ইটভাটার মালিক বাহাউদ্দিন বাহারের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা সোমবার রাতে তুরাগ-ভার্কুতা সড়কে ওই ইটভাটা মালিকের গাড়ি থামিয়ে সবকিছু ছিনিয়ে নেয় চাঁদাবাজরা।

পুলিশ জানায়, সকালে চাঁদাবাজরা ওই ব্যবসায়ীর বাড়িতে বিভিন্ন অস্ত্র নিয়ে হানা দেয়। এসময় চাঁদাবাজদের রামদার আঘাতে গুরুতর আহত হন ব্যবসায়ী বাহাউদ্দিন বাহার (৩২), তার ভাই ফরিদ উদ্দিন (৩৫) ও নাসির উদ্দিন (২৫)। এসময় তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে চাঁদাবাজরা তাদের ওপর চড়াও হয়। এতে আহত হন আইন উদ্দিন (২২), মোখলেছুর রহমানসহ (২৫) ১৭ গ্রামবাসী।

আহতদের তিন জনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্প্রতি গাংচিল বাহিনী আবার মাথাচারা দিয়ে ওঠায় এলাকাবাসী আতঙ্কে রয়েছেন। দু’বছর আগে ওই বাহিনীর সদস্যরা দুই র‌্যাব সদস্যকে অপহরণের পর হত্যা করে। পরে র‌্যাবের অভিযানের মুখে তাদের তৎপরতা সাময়িক বন্ধ থাকলেও সম্প্রতি ফের তারা মাথা চারা দিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।