ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কলেজ শিক্ষক মিজান হত্যা মামলায় রাজন ২ দিনের রিমান্ডে

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, নভেম্বর ২, ২০১০

নাটোরঃ নাটোরের কলেজ শিক্ষক মিজানুর রহমান হত্যা মামলার দ্বিতীয় আসামি আব্দুল আওয়াল রাজনের দুই দিনের রিমান্ড মুঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে নাটোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত- ৩ এর বিচারক রওশন আলম রাজনকে ২ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।



মামলার তদন্ত কর্মকর্তা বাগাতিপাড়া থানার উপ-পরিদর্শক আব্দুর রহিম বাংলানিউজকে জানান, অভিযুক্ত রাজনকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছিল। শুনানি শেষে বিচারক ২দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

তিনি আরো জানান, রাজনকে জিজ্ঞাসাবাদের জন্য আজ সন্ধ্যায় তাকে বাগাতিপাড়া থানায় নেওয়া হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় নাটোর শহরের হরিশপুর এলাকা রাজনকে  আটকের পর পুলিশ সুপার অফিসে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। শুক্রবার দুপুরে রাজনকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়। এ মামলার অপর আসামি আসিফ রিমান্ড শেষে জেল-হাজতে রয়েছেন।


বাংলাদেশ সময়: ১৫০৫ঘণ্টা, নভেম্বর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।