ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাওয়া-কাওরাকান্দি রুটে ফেরি চলাচল বন্ধ

এম আর মুর্তজা, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০১০
মাওয়া-কাওরাকান্দি রুটে ফেরি চলাচল বন্ধ

মাদারীপুর: মাওয়া-কাওরাকান্দি নৌ রুটে সোমবার রাত সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়েগেছে। কাউলিয়ার চড় নামক স্থানে ২০টি যানবাহন নিয়ে ডুবো চড়ে একটি ফেরি আটকা পড়লে সব  ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

 

মাওয়া ঘাটের অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের সহকারী মহাব্যাবস্থাপক আশিকুজ্জামান বাংলানিউজকে জানান, মাওয়া থেকে কাওরাকান্দি ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা রো রো ফেরি ভাষা শহীদ বরকত কাউলিয়ার চড় নামক স্থানে রাত সাড়ে ১১টার দিকে আটকা পরে। ফেরিটি একটি চ্যানেলের মুখে আটকা পরায় বাকি ফেরিগুলো বন্ধ রাখা হয়েছে।

তিনি জানান, ডুবো চড়ে আটকা ফেরিটি উদ্ধারে ইতোমধ্যেই মাওয়া ঘাট থেকে একটি উদ্ধারকারী আইটি জাহাজ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। তবে মঙ্গলবার সকালে জোয়ার আসার আগে এ অচলাবস্থার অবসানের তেমন কোনো সম্ভাবনা নেই।

বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ