ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

থানা পোড়ানো মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৭, এপ্রিল ২, ২০২৫
থানা পোড়ানো মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পোড়ানোর মামলায় সলঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেদায়েতুল আলম রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বুধবার (২ এপ্রিল) সকালে হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া গ্রামে তার ভাইয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মনজিত কুমার নন্দী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, হাটিকুমরুল গোলচত্বরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করার মামলায় এজাহারভুক্ত আসামি তিনি। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে সেটা ওসি স্যার বলতে পারবেন।  

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, সকালে চড়িয়া গ্রামে অভিযান চালিয়ে হেদায়েতুলকে গ্রেপ্তার করা হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানা ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।