ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

বাবাকে কুপিয়ে হত্যার পর হার্ট অ্যাটাকে ছেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৮, মার্চ ২৪, ২০২৫
বাবাকে কুপিয়ে হত্যার পর হার্ট অ্যাটাকে ছেলের মৃত্যু

শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পারিবারিক বিষয় নিয়ে বাগবিতণ্ডার জের ধরে মকবুল হোসেন মোল্লাকে (৫৫) এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছেন ছেলে রুবেল মোল্লা (৩২)। এ ঘটনার পর পালানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন রুবেলও।

রোববার (২৩ মার্চ) রাতে উপজেলার উপজেলার মুক্তারের চর ইউনিয়নের চেরাগ আলী ব্যাপারী কান্দি এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ইফতারের পর বাবা ও ছেলের মধ্যে পারিবারিক কিছু বিষয় নিয়ে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে রুবেল তার বাবা মকবুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। গুরুতর আহত অবস্থায় মকবুলকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পর বাড়ির আনুমানিক ২০০ গজ দূরে ছেলের মরদেহ পাওয়া যায়। স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, বাবাকে হত্যার পর হৃদরোগে আক্রান্ত হয়ে রুবেলের মৃত্যু হয়েছে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা জানান, সন্ধ্যায় মোক্তারের চরে পারিবারিক কলহের জের ধরে ছেলে বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছেন। হত্যার পর ছেলেটি পালিয়ে যাওয়ার সময় মাঠে পড়ে তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৫
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।