ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

পবায় ট্রলিচাপায় প্রাণ গেল বৃদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৫, মার্চ ১৯, ২০২৫
পবায় ট্রলিচাপায় প্রাণ গেল বৃদ্ধার

রাজশাহী: রাজশাহীর পবার বায়া এলাকায় ট্রলিচাপায় মেম জান (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (১৯ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেম জান পবার বায়া বটতলা এলাকার মফিজ উদ্দিনের স্ত্রী।

রাজশাহীর বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, মহাসড়ক পারাপারের সময় মেম জান নামে ওই বৃদ্ধাকে ইটবাহী একটি ট্রলি প্রথমে ধাক্কা দেয়। এরপর ওই ট্রলির নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনার পরপরই ধাক্কা দেওয়া ট্রলিটি পালিয়ে যাওয়ায় তারা এখন পর্যন্ত এর চালককে শনাক্ত করতে পারেননি। ওই ট্রলিটি শনাক্তের চেষ্টা চলছে।  

এছাড়া আইনি প্রক্রিয়া শেষে নিহত মেম জানের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।