ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুমিল্লায় এস আলম কটনমিলে আগুন, ক্ষয়ক্ষতি ৪৫ লাখ টাকা

কাজী এনামুল হক, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০১০

কুমিল্লা: কুমিল্লার বিসিক শিল্পনগরীতে এসআলম কটনমিলে আগুন লেগে পুড়ে গেছে সুতাসহ ৪৫ লাখ টাকার মালামাল।

সোমবার দুপুর সোয়া ১টায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে।



খবর পেয়ে কুমিল্লা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী তাৎপরতা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় আগুনে পুড়ে আহত হন ২ শ্রমিক। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহত শ্রমিকরা শাহপরান (২৫) ও দিদার (২৪)।

এস আলম কটনমিলের মালিক নিলুফার ইয়াসমিন ফুলমতি বাংলানিউজকে জানান, মিলে ৪০ লাধিক টাকার তুলা ছিল।

কুমিল্লা ফায়ার সার্ভিসের কর্মী মামুন জানান, আগুন মুহূর্তের মধ্যে ৩টি কে ছড়িয়ে পড়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।