ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের দিয়ে সংরক্ষিত কোটা পূরণের সিদ্ধান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০১০

ঢাকা : মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের দিয়ে সংরক্ষিত পদ পূরণ না হওয়ায় তাদের নাতি-নাতনিদের নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এজন্য মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য সংরক্ষিত সেবিকা ও জ্যেষ্ঠ সেবিকা পদের শূণ্য পদগুলো পূরণ করতে আবারও নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে।



সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, মুক্তিযোদ্ধা কোটায় সেবিকা ও জ্যেষ্ঠ সেবিকা পদের সাত শ’ ৩৬টি শূণ্য পদ ছিল। শূণ্য পদগুলোতে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পর ২৬ জন পাওয়া গেছে।

তিনি আরও জানান, অবশিষ্ট সাত শ’ ১০টি শূণ্য পদে নিয়োগের জন্য আবারও বিজ্ঞাপন দেওয়া হবে। এই পদে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের পাওয়া না গেলে তাদের নাতি-নাতনিরাও আবেদন করতে পারবে। শূণ্য পদগুলো মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের নিয়োগ দেওয়ার মাধ্যমেই পূরণ করা হবে।

বাংলাদেশ সময় : ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।