ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

প্রশ্ন কমন না পড়ায় মিরপুর বাংলা কলেজে ভাংচুরের চেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০১০

ঢাকা: সম্মান প্রথম বর্ষের চুড়ান্ত পরীক্ষায় প্রশ্ন কমন না পড়ায় সোমবার ঢাকা কলেজের শিক্ষার্থীরা মিরপুর সরকারি বাংলা কলেজে ভাংচুরের চেষ্টা চালায়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।



জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধীনে ঢাকা কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্রদের চুড়ান্ত পরীক্ষার কেন্দ্র ছিল বাংলা কলেজ।

প্রশ্ন কমন না পড়ার কারনে প্রথমে তারা কলেজের মধ্যে বিক্ষোভ করে। পরে বাংলা কলেজ ছাত্রদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ঢাকা কলেজের পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্র লক্ষ্য করে কয়েকটি ইট-পাটকেল ছুড়তে থাকে।

দারুস সালাম থানার অপারেশন অফিসার সালাম মিয়া বাংলানিউজকে জানান, এঘটনায় কেউ হতাহত হয়নি। কলেজ প্রাঙ্গন এখন পুরোপুরি শান্ত।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।