ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

পল্লবী থানায় ঢুকে হামলার ঘটনায় মামলা, যা বলছে পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৮, মার্চ ১১, ২০২৫
পল্লবী থানায় ঢুকে হামলার ঘটনায় মামলা, যা বলছে পুলিশ

ঢাকা: রাজধানীর মিরপুরে পল্লবী থানায় প্রবেশ করে পুলিশের ওপরে হামলার ঘটনায় আব্দুর রাজ্জাক ফাহিম (২৩) নামে এক তরুণের বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুর দেড়টার দিকে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আব্দুর রাজ্জাক ফাহিমের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে।

ওসি বলেন, ফাহিম গাজীপুরের জয়দেবপুর এলাকার বাসিন্দা। তিনি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী। সোমবার দিবাগত রাতে তিনি থানায় প্রবেশ করে পুলিশকে বলতে থাকেন, আপনাদের এলাকায় মার্ডার হয়েছে। আপনারা কী করেন?

পরে ডিউটি অফিসার ও সেকেন্ড অফিসারের কাছে ওসি জানতে চান পল্লবী এলাকায় কোনো মার্ডার হয়েছে কি না। পরে এমন কোনো ঘটনা না থাকায় ফাহিমের হাত ধরে ওসি তার কক্ষে যেতে বলেন।

ওসি বলেন, ফাহিমের হাত ধরে আমি বলি, আমার রুমে আসেন। এমন সময় তিনি হঠাৎ ক্ষিপ্ত হয়ে আমার ওপর হামলা করেন। সঙ্গে সেখানে উপস্থিত থাকা ডিউটি অফিসার ও সেকেন্ড অফিসারের ওপরও হামলা করেন।

ওসি আরও বলেন, মনে হয় তার মানসিক সমস্যা আছে। তার পরিবারের সঙ্গে কথা হয়েছে। পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধার কারণ- দেখিয়ে তার নামে একটি মামলা করা হয়েছে। তবে ফাহিম থানায় প্রবেশ করেন রাত দেড়টার দিকে।  

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ