ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে ৫৬ হাজার শিশুকে কৃমিনাশক খাওয়ানো হবে

শরীফ বিশ্বাস, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০১০

রাজশাহী: জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের লক্ষে এবার ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। কর্মসূচির অংশ হিসেবে সোমবার থেকে সপ্তাহব্যাপী নগরীর ৩৩১টি কিন্ডারগার্টেন, প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার ৬ থেকে ১২ বছরের ৫৬ হাজার ৭৮৬ শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।



রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবুল ফজল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে রোববার রাসিক এর প থেকে ইউপিএইচসিপি ট্রেনিং সেন্টারে এ লে এক অ্যাডভোকেসি সভা হয়।

সভায় কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর দিন ছাত্র-ছাত্রীদের সকালে নাস্তা খাইয়ে স্কুলে পাঠানোর জন্য অভিভাবকদের অনুরোধ জানানো হয়।

বাংলাদেশ সময়: ০১১৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।