ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাটোরের সিংড়ায় সৎ ভাইকে জবাইয়ের চেষ্টা

আল মামুন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, নভেম্বর ১, ২০১০

নাটোর: নাটোরের সিংড়ায় পারিবারিক কলহের জেরে মানিক (৩০) নামে এক যুবককে ুর দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করেছে তার সৎ ভাই রুহুল আমিন (১৯)।

রোববার রাতে সিংড়া পৌর এলাকার দণি দমদমা এলাকায় এ ঘটনা ঘটে।



আশংকাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানায়, দণি দমদমা এলাকার স্বরুফ হোসেনের জমির ভাগাভাগি নিয়ে বড় স্ত্রী হামিদা বেগম ও ছোট স্ত্রী রজুফার ২ ছেলের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এ বিরোধের জের ধরে সেলুনে ক্ষুর দিয়ে হামিদা বেগমের ছেলে মানিকের গলা কেটে দেয় রজুফার ছেলে রুহুল আমিন।

সিংড়া থানা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিন উদ্দিন মিয়া বাংলানিউজকে জানান, আশংকাজনক অবস্থায় মানিককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজুর রহমান বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় কোন অভিযোগ আসেনি।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, নভেম্বর ১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad